Saturday, 24 June 2017


আবগারি শুল্কের নাম পরিবর্তন হবে,কমবে হারও: অর্থমন্ত্রী

ঢাকা,১৮জুন, ফোকাস বাংলা নিউজ:আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি শুল্কের নাম ও হার উভয়ই পরিবর্তন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৭টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আবগারি শুল্ক নামটি ভালো শোনায় না, তাই এর নাম পরিবর্তন হবে। এ শুল্ক আগে থেকেই ছিল, আমি শুধু হার বাড়িয়েছি। এতেই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। চিৎকার যেহেতু হচ্ছে তাহলে এ হারে কিছু পরিবর্তন হবে। তিনি আরও বলেন, টাকা পাচার হয়, টাকা কালো হলে। বিদ্যমান আইনের কারণেই কালো টাকার জন্ম হয়। এর প্রধান উৎস হলো জমির কেনাবেচা। অঞ্চল ভিত্তিক জমির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরও সেটি বাস্তবায়ন হয় না। তাই এখানে কিছুটা পরিবর্তন হবে।অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ সব রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।
প্রতিবেদক/জিএম/ফোকাস বাংলা/১৬১৪ ঘ.

নাটোরে যুবলীগ কর্মীদের গণপিটুনীতে এক গ্রামের ২০জন আহত
ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর আইন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে সড়কে প্রাণ গেল ৮ জনের