Saturday, 24 June 2017


পাবনার আমিনপুরে শিশুকে পিটিয়ে হত্যা : আটক ১

পাবনা,১৮জুন, ফোকাস বাংলা নিউজ:পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে হাফিজুল ইসলাম (৮) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর রাতের দিকে মাটিতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুলাল মল্লিক (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত শিশু উপজেলার আমিনপুর থানার আলাদীপুর গ্রামের রজব আলীর ছেলে। আটক দুলাল মল্লিক একই গ্রামের করিম মল্লিকের ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল হুদা জানান, পাওনা টাকা নিয়ে রজব আলী ও দুলাল মল্লিকের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেল পাঁচটার দিকে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রজব আলীর ৮ বছরের শিশু সন্তান হাফিজুলকে একা পেয়ে তাকে বাড়িতে নিয়ে মারধর করে দুলাল মল্লিক ও তার ছেলে সেলিম মল্লিক। মারপিটে মারা যায় শিশু হাফিজুল। অবস্থা বেগতিক দেখে শিশুটির লাশ নিজের শয়ন কক্ষের মাটিতে পুঁতে রাখে দুলাল মল্লিক। এদিকে বিকেল থেকে হাফিজুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। এর মধ্যে শনিবার দিবাগত রাত ২টার দিকে পুঁতে রাখা শিশুর লাশ তুলে বাড়ির বাইরে নিয়ে ফেলে দেয়ার সময় দুলাল মল্লিক ও তার স্ত্রীকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এ সময় তাদের ছেলে সেলিম মল্লিক পালিয়ে যায়।ওসি আরো জানান, খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আসামী দুলাল মল্লিককে আটক এবং শিশু হাফিজুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
সংবাদদাতা/জিএম/ফোকাস বাংলা/১৭৫৭ ঘ.

নাটোরে যুবলীগ কর্মীদের গণপিটুনীতে এক গ্রামের ২০জন আহত
ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর আইন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে সড়কে প্রাণ গেল ৮ জনের