Saturday, 24 June 2017


ফাইনালের টিকিটের হাত বদল ১৫ বার

ঢাকা,১৮জুন,ফোকাস বাংলা নিউজ:ইংল্যান্ডের ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ফাইনাল দেখার উৎসুক ক্রিকেট ভক্তরা। এটাই স্বাভাবিক। যুগ যুগ ধরে তাই-ই হয়ে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনালেও এর ব্যতিক্রম ঘটেনি।ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য উদগ্রীব ক্রিকেট ভক্তরা। এই ফাইনাল ম্যাচের চাহিদা আকাশ-ছোয়া। সেটি বোঝা যায়, ফাইনাল ম্যাচের টিকিটের হাত বদলের ঘটনা দেখে। ফাইনালের একটি টিকিট ১৫ জনের মধ্যে হাত বদল হয়েছে। এক জন অন-লাইনে টিকিট কেটেছেন, তার কাছ থেকে কিনে নিয়েছেন অন্যজন। এভাবেই হাত বদল হয়েছে ফাইনালের টিকিট। দেখা গেছে, ১৫তম ব্যক্তির কাছে গিয়ে সেই বদল থেমে যাচ্ছে। এমন টিকিটের সংখ্যাই এখন বেশি কেনিংটন ওভালের মাঠে।শুধুমাত্র ব্যক্তিগতভাবেই টিকিট হাত বদল হচ্ছে না। সরকারিভাবেই এটি হচ্ছে। মূলত বাড়তি মুনাফার জন্যই ভারত-পাকিস্তান টিকিটের এই হাত-বদল। অবশ্য ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি আগেই টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে। তথাপি কালোবাজারিরাও মেতে উঠেছে টিকিট বিক্রির নেশায়।তবে যেভাবেই হোক না কেন, যারা হাতে টিকিট নিয়ে ওভালের মাঠে ক্রিকেট যুদ্ধ দেখতে পাচ্ছেন, দর্শকদের মধ্যে তারাই সেরা।
প্রতিবেদক/জিএম/ফোকাস বাংলা/১৮৩৯ ঘ.

নাটোরে যুবলীগ কর্মীদের গণপিটুনীতে এক গ্রামের ২০জন আহত
ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর আইন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে সড়কে প্রাণ গেল ৮ জনের