Tuesday, 19 October 2021

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে গাড়িতে বিস্ফোরণে নিহত ৩

চট্টগ্রাম,২সেপ্টেম্বর ফোকাস বাংলা নিউজ:চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় বেসরকারি একটি কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত তিনজন।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইনকনট্রেন্ড কনটেইনার ডিপোতে কনটেইনার পরিবহনের কাজে নিয়োজিত একটি লরিতে এই বিস্ফোরণ ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নিহত তিনজন হলেন আরমান, মোক্তার ও নেওয়াজ। তাঁদের একজন গাড়িচালকের সহকারী। একজন মিস্ত্রি এবং অপরজন কনটেইনার ডিপোর কর্মী বলে জানিয়েছে পুলিশ।আহত তিন ব্যক্তির মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি মো. জোবায়ের সৈয়দ বলেন, লালদিয়ার চর সংলগ্ন ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেন্ড কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ভেহিক্যাল (লরি) গাড়ির ডিজেল তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে আগুন ধরে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত তিনজন।
সংবাদদাতা/ফোকাস বাংলা/১৬২৯ ঘ.

খুলনায় দোকানের কর্মচারী হত্যা: ৪ জনের ফাঁসি
আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার
নির্যাতন থেকে মুক্তি এমনিতেই মিলবে না: গয়েশ্বর
বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত,প্রমাণ খুনিদের দায়মুক্তি: কাদের