Tuesday, 19 October 2021

খুলনায় দোকানের কর্মচারী হত্যা: ৪ জনের ফাঁসি

খুলনা,২সেপ্টেম্বর,ফোকাস বাংলা নিউজ: খুলনার রূপসায় মুদি দোকানের কর্মচারী মুসা শিকদার হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।বুধবার খুলনার জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী দুই বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আসামিদের মধ্যে দুই জনকে বিচারক খালাস দিয়েছেন বলে এ আদালতের পিপি এনামুল হক জানান। মৃত্যুদ-প্রাপ্ত চার আসামি হলেন- রূপসার আলাইপুরের বনি আমিন শিকদার (২০), রাহিম শেখ (২২), রাজু শিকদার (২০) ও নুহু শেখ (২৭)। তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা হয়।আর জসিম শিকদার (৫৯) ও সিরাজ শিকদারকে (৫২) রায়ে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, রূপসার আলিপুর গ্রামের মোস্তাকিম শিকদারের ছেলে মুসা শিকদার (১৬) মাদ্রাসায় লেখাপড়া করার পাশাপাশি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করতেন। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর দোকানে বাকি খাওয়া নিয়ে মামলার আসামিদের সঙ্গে তার বিত-া ও হাতাহাতি হয়। পরদিন সকালে রূপসার আঠারোবেকি নদীতে মুসার লাশ পাওয়া যায়। পরে মুসার বাবা মোস্তাকিম শিকদার মামলা করলে পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গতবছর ১৪ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালত এ মামলার বিচার শুরু করে।রাষ্ট্রপক্ষে মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য শুনে আদালত আসামিদের চারজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল। এ আদালতের পিপি এনামুল হক এবং এপিপি এম ইলিয়াস খান রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মো. ফরহাদ আব্বাস ও নিরঞ্জন কুমার ঘোষ।
সংবাদদাতা/ফোকাস বাংলা/১৭১৫ ঘ.

খুলনায় দোকানের কর্মচারী হত্যা: ৪ জনের ফাঁসি
আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার
নির্যাতন থেকে মুক্তি এমনিতেই মিলবে না: গয়েশ্বর
বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত,প্রমাণ খুনিদের দায়মুক্তি: কাদের